শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলার প্রযুক্তিতেই ভরসা, হাওড়ায় তৈরি ই-রিক্সা পাড়ি দিল ঘানায়

Sumit | ২২ নভেম্বর ২০২৪ ১৬ : ০১Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি : এবার পশ্চিম আফ্রিকার ঘানার রাস্তায় দাপিয়ে বেড়াবে হাওড়া জেলায় তৈরি ই-রিক্সা 'পথের সাথী'। তোড়জোড় শেষ হয়েছে, সম্প্রতি বাংলার ৩০০ ই-রিক্সা দিচ্ছে সুদূর পশ্চিম আফ্রিকায়। ই-রিক্সা সরবরাহ করছে আন্দুল গ্রাম পঞ্চায়েতের আরগড়ি তরফদার পাড়া এলাকার জালান কমপ্লেক্সে অবস্থিত, সংস্থা জে এস এস ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

 

সরবরাহ নয়, সংস্থার তরফে ঘানায় পৌঁছে যন্ত্রাংশ অ্যাসেম্বল করার ট্রেনিংও দেওয়া হবে। সংস্থার দুই কর্ণধার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমীর সেক এবং তার বন্ধু আবিদ মন্ডল। দুজনেরই বাড়ি হাওড়া জেলার আন্দুলে। শুরু থেকে এই সংস্থার রেডিমেড কাপড় আমদানি রপ্তানির ব্যবসা। ব্যবসা চলে সারা বছর। গত ২০১২ সাল থেকে কাপড়ের ব্যবসার পাশাপাশি ই-রিক্সা তৈরিতে উদ্যোগী হন সমীর বাবু। নিজস্ব প্রযুক্তিতে বাজার চলতি ই- রিক্সার থেকে আলাদা কিছু তৈরির কথা ভাবেন। তৈরি করে ফেলেন অন্যদের থেকে আলাদা ই-রিক্সা।

প্রয়োজনে যে রিক্সা বসার জায়গা খুলে শোয়ার ব্যবস্থা করা যাবে। অর্থাৎ প্রত্যন্ত গ্রামে এই রিক্সা অ্যাম্বুলেন্সের কাজ করবে। কাপড় রপ্তানির মাধ্যমেই ঘনিষ্ঠতা ছিল ঘানার সংস্থা এস কে এফ হোল্ডিংয়ের সঙ্গে। একদিন কাপড় নিতে এসে ওই সংস্থার কর্ণধারের নজর পরে পথের সাথী ই-রিক্সার দিকে। প্রথম দেখাতেই প্রযুক্তি পছন্দ হয়ে যায় তাঁদের। কথা হয় সমীর বাবুর সঙ্গে। কারখানায় গিয়ে খতিয়ে দেখেন ভারতীয় প্রযুক্তিতে ই রিক্সা তৈরির পদ্ধতি।

 

গত ২০২৩ সালের গোড়া থেকে শুরু হয় কথাবার্তা। ডিসেম্বর মাসে এস কে এফ হোল্ডিং এর সঙ্গে চুক্তি হয় যেএসএস ইন্ডাস্ট্রিজের। অর্ডার মেলে ৩০০ ই-রিক্সার। অবশেষে শুক্রবার কন্টেনার ভর্তি করে পথের সাথী পাড়ি দিল ঘানার উদ্দেশ্যে। এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার সমীর বাবু জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখ ঘানার ওই কোম্পানি পেমেন্ট করে দেয়। তারপরেই শুরু হয় অর্ডার সরবরাহ করার তোড়জোড়। তৈরি হয়ে যায় ই-রিক্সা।

 

সমস্যা দেখা দেয় ৬০০ টি ব্যাটারি নিয়ে। চিন থেকে ব্যাটারি আমদানি করার চেষ্টা করেও লাভ হয়না। ভারতের একাধিক ব্যাটারি কোম্পানিও ওই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটারি সরবরাহ করতে না পারার কথা জানিয়ে দেয়। শেষে চেন্নাইয়ের সূর্য ব্যাটারি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। তারাই সমস্ত ব্যাটারি সরবরাহ করে। পরে ই-রিক্সার যাবতীয় যন্ত্রাংশ আলাদা আলাদা করে কন্টেনারে তোলা হয়েছে। সমীর বাবু আরও জানিয়েছেন, কন্টেনার ঘানায় পৌঁছে যাওয়ার পর তিনি সেখানে যাবেন। সেখানে গিয়ে টানা মাসখানেক সেখানে থেকে তিনি ওই সংস্থার কর্মীদের ই-রিক্সা তৈরির ট্রেনিং দেবেন। হাতে কলমে নিয়ে যাওয়া যাবতীয় যন্ত্রাংশ ব্যবহার করে ই-রিক্সা অ্যাসেম্বল করা শেখাবেন। তবে ঘানার রাস্তায় চললেও ই-রিক্সার নাম কিন্তু থাকবে পথের সাথী।


#Pother Sathi E-Rickshaw#Howrah Manufacturing#Export to Ghana



বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল ...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...



সোশ্যাল মিডিয়া



11 24