শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলার প্রযুক্তিতেই ভরসা, হাওড়ায় তৈরি ই-রিক্সা পাড়ি দিল ঘানায়

Sumit | ২২ নভেম্বর ২০২৪ ১৬ : ০১Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি : এবার পশ্চিম আফ্রিকার ঘানার রাস্তায় দাপিয়ে বেড়াবে হাওড়া জেলায় তৈরি ই-রিক্সা 'পথের সাথী'। তোড়জোড় শেষ হয়েছে, সম্প্রতি বাংলার ৩০০ ই-রিক্সা দিচ্ছে সুদূর পশ্চিম আফ্রিকায়। ই-রিক্সা সরবরাহ করছে আন্দুল গ্রাম পঞ্চায়েতের আরগড়ি তরফদার পাড়া এলাকার জালান কমপ্লেক্সে অবস্থিত, সংস্থা জে এস এস ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

 

সরবরাহ নয়, সংস্থার তরফে ঘানায় পৌঁছে যন্ত্রাংশ অ্যাসেম্বল করার ট্রেনিংও দেওয়া হবে। সংস্থার দুই কর্ণধার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমীর সেক এবং তার বন্ধু আবিদ মন্ডল। দুজনেরই বাড়ি হাওড়া জেলার আন্দুলে। শুরু থেকে এই সংস্থার রেডিমেড কাপড় আমদানি রপ্তানির ব্যবসা। ব্যবসা চলে সারা বছর। গত ২০১২ সাল থেকে কাপড়ের ব্যবসার পাশাপাশি ই-রিক্সা তৈরিতে উদ্যোগী হন সমীর বাবু। নিজস্ব প্রযুক্তিতে বাজার চলতি ই- রিক্সার থেকে আলাদা কিছু তৈরির কথা ভাবেন। তৈরি করে ফেলেন অন্যদের থেকে আলাদা ই-রিক্সা।

প্রয়োজনে যে রিক্সা বসার জায়গা খুলে শোয়ার ব্যবস্থা করা যাবে। অর্থাৎ প্রত্যন্ত গ্রামে এই রিক্সা অ্যাম্বুলেন্সের কাজ করবে। কাপড় রপ্তানির মাধ্যমেই ঘনিষ্ঠতা ছিল ঘানার সংস্থা এস কে এফ হোল্ডিংয়ের সঙ্গে। একদিন কাপড় নিতে এসে ওই সংস্থার কর্ণধারের নজর পরে পথের সাথী ই-রিক্সার দিকে। প্রথম দেখাতেই প্রযুক্তি পছন্দ হয়ে যায় তাঁদের। কথা হয় সমীর বাবুর সঙ্গে। কারখানায় গিয়ে খতিয়ে দেখেন ভারতীয় প্রযুক্তিতে ই রিক্সা তৈরির পদ্ধতি।

 

গত ২০২৩ সালের গোড়া থেকে শুরু হয় কথাবার্তা। ডিসেম্বর মাসে এস কে এফ হোল্ডিং এর সঙ্গে চুক্তি হয় যেএসএস ইন্ডাস্ট্রিজের। অর্ডার মেলে ৩০০ ই-রিক্সার। অবশেষে শুক্রবার কন্টেনার ভর্তি করে পথের সাথী পাড়ি দিল ঘানার উদ্দেশ্যে। এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার সমীর বাবু জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখ ঘানার ওই কোম্পানি পেমেন্ট করে দেয়। তারপরেই শুরু হয় অর্ডার সরবরাহ করার তোড়জোড়। তৈরি হয়ে যায় ই-রিক্সা।

 

সমস্যা দেখা দেয় ৬০০ টি ব্যাটারি নিয়ে। চিন থেকে ব্যাটারি আমদানি করার চেষ্টা করেও লাভ হয়না। ভারতের একাধিক ব্যাটারি কোম্পানিও ওই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটারি সরবরাহ করতে না পারার কথা জানিয়ে দেয়। শেষে চেন্নাইয়ের সূর্য ব্যাটারি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। তারাই সমস্ত ব্যাটারি সরবরাহ করে। পরে ই-রিক্সার যাবতীয় যন্ত্রাংশ আলাদা আলাদা করে কন্টেনারে তোলা হয়েছে। সমীর বাবু আরও জানিয়েছেন, কন্টেনার ঘানায় পৌঁছে যাওয়ার পর তিনি সেখানে যাবেন। সেখানে গিয়ে টানা মাসখানেক সেখানে থেকে তিনি ওই সংস্থার কর্মীদের ই-রিক্সা তৈরির ট্রেনিং দেবেন। হাতে কলমে নিয়ে যাওয়া যাবতীয় যন্ত্রাংশ ব্যবহার করে ই-রিক্সা অ্যাসেম্বল করা শেখাবেন। তবে ঘানার রাস্তায় চললেও ই-রিক্সার নাম কিন্তু থাকবে পথের সাথী।


Pother Sathi E-RickshawHowrah ManufacturingExport to Ghana

নানান খবর

নানান খবর

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

সোশ্যাল মিডিয়া